কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত, প্রাণ হারালেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি

হাটহাজারীর চিকনদন্ডীর এ ঘটনায় গুরুতর আহত ১

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম অভি দাস (৩৫)। তিনি ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ড এলাকার ব্যবসায়ী মিন্টু ভবনের মালিক মিন্টু দাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দাতারাম সড়ক এলাকায় একটি ফুলের দোকানের সামনে অভির সাথে কয়েকজন দুর্বৃত্তের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে দুর্বৃত্তরা অভি দাসকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অভি দাস এবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হয়েছেন। এসময তাদের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অভি দাসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত তামিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সংবাদ পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া ঘটনাস্থলে ছুটে যান। জানতে চাইলে গতকাল রাত ১০টার দিকে ওসি মনজুরুল কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। দেখছি কেন কি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল মুদ্রা জব্দ, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধপাঁচ মাসের শিশুকে অপহরণের পর বিক্রি, ১৬ ঘণ্টা পর উদ্ধার