কথা কবিতা গানে উচ্চারকের ২০ বছরে পদার্পণ

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:০৬ অপরাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জ ২০ বছরে পদাপর্ণ করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে শুভেচ্ছা আড্ডা, স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনে মিলিত হয়েছেন দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যজন, সঙ্গীত ও আবৃত্তিশিল্পী এবং সংস্কৃতিকর্মীরা। শুরুতে মো. মোস্তফা কামালের পরিচালনায় উচ্চারকের ‘থিমসং’ পরিবেশনের মধ্যদিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উচ্চারক সভাপতি ফারুক তাহের অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, কবি সাথী দাশ, নাট্যজন কমল সেনগুপ্ত, অধ্যাপক মশিউর রহমান, কবি আশীষ সেন, জেসমিন সুলতানা পারু, কবি হাফিজ রশীদ খান, কাবেরী সেনগুপ্তা, কবি আকতার হোসাইন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কালচারাল অফিসার মোসলেম উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরী, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, সজল চৌধুরী, সাংবাদিক অনিন্দ্য টিটো, সাইফুল ইসলাম, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, চবি শিক্ষক সুবীর মহাজন, প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া, কবি আলী প্রয়াস, অধ্যাপক আবু সাইদ, বোরহান উদ্দিন রব্বানী, মামুনুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মো. মোস্তফা কামাল, কান্তা দে, মন্দিরা চৌধুরী, অনামিকা তালুকদার, অনামিকা মল্লিক, ঐশিকা ভৌমিক, আবৃত্তি করেন নাজিফা তাজনুর, রাজমণি সেন, আরহাম সাদি আরাফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
পরবর্তী নিবন্ধনামফলকে বাংলা ব্যবহারের দাবিতে পথসভা ও মিছিল