কথাসাহিত্যে ফুটে উঠুক সমাজ জীবন বাস্তবতা

পূর্বার গোলটেবিল বৈঠকে বক্তারা

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউটে শিল্প চর্চা কেন্দ্র পূর্বা আয়োজিত গোলটেবিল বৈঠক কথাসাহিত্যিক মুশফিকুর রহমানের মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তর জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা। বক্তব্য রাখেন আবিদা আজাদ, খন রঞ্জন রায়, প্রকৌশলী মোহাম্মদ আলী, দেওয়ান মাকসুদ, শওকত আলী সেলিম, সঞ্চিতা বড়ুয়া, প্রকৌশলী ঝুলন বড়ুয়া, সদরুল আমিন, সিদ্দিকুল ইসলাম, অ্যাডভোকেট নিশু চৌধুরী, তরুণ লেখক অপূর্ব চৌধুরী, মম চক্রবর্তী, তুলতুল চৌধুরী, আবু হানিফ, করিমুল ইসলাম, ইফতিয়াজ উদ্দিন, জারিন আনান, হুসনা ওয়াদুদ চৌধুরী, আমির হোসেন মাহি, মো. সাজ্জাদ হোসেন, সায়েম উদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আবিদ, সজীব কাদের বর্ষণ, আহমদ সাদিফ প্রমুখ। এতে বক্তারা বলেন, উপন্যাসের মনস্তাত্তিক গভীরতা নিয়ে আমাদের কথাসাহিত্য এগিয়ে যাক। সমাজ-জীবন-বাস্তবতা ফুটে উঠুক প্রতিটি কথাসাহিত্যে। সর্বোপরি তরুণ প্রজন্মের লেখক পাঠকদের সাথে কথাসাহিত্যের প্রণয় ঘটাতে পূর্বার আয়োজনগুলো অব্যাহত থাকুক।

পূর্ববর্তী নিবন্ধএকটি কো-অপারেটিভের ৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকিশোরী ও মায়ের সুস্বাস্থ্যের জন্য পরিমিত পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ