কথামালা আর আবৃত্তিতে ভাষা শহীদদের শ্রদ্ধা

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৪ পূর্বাহ্ণ

কথামালা, আবৃত্তি আর কবিতা পাঠে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বোধন। বোধন গত ২১ ফেব্রুয়ারি ভোরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এরপরই নগরীর নন্দনকানন আর, এফ, পুলিশ প্লাজা চত্বরে বোধন আবৃত্তি পরিষদের পথ আবৃত্তি অনুষ্ঠানটি শুরু হয়। ‘একুশ মানে মাথা নত না করা’ শীর্ষক এ অনুষ্ঠানে কথামালায় অংশ নেন আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, ইসমাইল সোহেল, সঞ্জয় পাল ও স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম ভুঁইয়া।
পরে পল্লব গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে একক কবিতা আবৃত্তি করেন অংকিতা ভট্টাচার্য, শ্রেয়সী স্রোতস্বিনী, শুভাগত বড়ুয়া, জসিম উদ্দীন, সাজ্জাদ চৌধুরী, অনুপমা দাস, জাহানারা বেগম, ইভান পাল, ঈশা দে, শ্রাবণী দাশ, শ্রাবণী বণিক, শ্রেয়া চৌধুরী, শুভ্র রায়, ফাতেমা তুজ জোহরা, পূর্ণ বিশ্বাস, রাসু বড়ুয়া, শুভ্রময় বড়ুয়া। অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন প্রমার এটিএম সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধড. ধর্মসেন মহাস্থবিরের প্রতি আমীর খসরুর শ্রদ্ধা