চট্টগ্রামের শিশুদের বিশেষায়িত স্কুল কথাকলি প্রি-ও আট স্কুলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ভাষা শহীদ ও শহীদ মিনারের উপর ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। স্কুল ক্যাম্পাসে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এম. জয়নাল আবেদিন। শিক্ষিকা প্রিয়া বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মীর আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।