দুইটি বর্ণ নিয়ে গাঁথা, একটি শব্দ ‘কথা‘
কথার মাঝেই লুকিয়ে থাকে, জীবনের যথার্থতা।
কথাতেই বিশ্বাস, আস্থা অর্জন
কথাতেই সন্দেহ, সঙ্গ বর্জন!
কথাতেই প্রেম ভাব, হয় ভালোবাসা
কথাতেই ভাংগে মন, স্বপ্ন ও আশা।
কথাতেই বেড়ে যায়, শত্রু ও মিত্র ,
কথাতেই নোংরা, নয় পূতঃপবিত্র।
কথাতেই ঝগড়া, হানাহানি দাঙ্গা
কথাতেই জোড়া লাগে, যে হৃদয় ভাঙ্গা!
কথাতেই প্রমোশন, সিড়ি বেয়ে উপরে ,
কথাতেই ধপ্পাস, সিড়ি যায় উপড়ে!
কথাতেই মন জয়, চারিদিকে শান্তি ,
কথাতেই দূর হয়, ভুলচুক ভ্রান্তি।
কথাতেই জয় হয়, মানুষের মন
কথাতেই শুরু হয়, হৃদয় ক্ষরণ!
কথাতেই ধ্বংস সভ্যতা কৃষ্টি,
কথাতেই সমুদয় অনুপম সৃষ্টি।
কথা হোক ধনাত্মক, নির্মল সুবচন
কথাতেই খুশী হোক, পৃথিবী ও প্রিয়জন।