কতো ছবি আহা আঁকা

বিপুল বড়ুয়া | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

মা মরেছেবাবা উধাও কোথায় কোথায় থাকা

কাকেই ডাকা মাসিকাকিমামা আবার জেঠাও কাকা।

আইকিছুই জানি না পারি না আঁকতে দাঁড়ি

উল্টো পাল্টা কেউ কি বলুক মোটেই দেবো না ছাড়ি।

কারো খুশি দেখতে দেখতে আমার কাটে সে বেলা

ছুটবোখেলবোবউচিলুকো আহারে বাহারি খেলা।

নেই পিছুটানবুকটান ছুটি বাহবা চাইনা কারো

আমাকে খুশিতে হাততালি দেয়া কাণ্ডখানা ছাড়ো।

নাম তো আছে জাত পাতে নেই সবখানে যাওয়া আসা

ডাকলে খাঁটিমুনিশ কামলা হতে পারি আরো চাষা।

কেউ কাঁদছেঅমনি কাঁদিবিপদে ঝাঁপিয়ে পড়ি

হারছে কেউদাঁড়াই পাশে কাঁধে হাত রেখে লড়ি।

শহর দেখিনিবহর দেখিনিগণ্ড গ্রামেই থাকা

তরুলতাধুলো মেঠোপথ দেখে কতো ছবি আহা আঁকা।

পূর্ববর্তী নিবন্ধকাঠগোলাপ
পরবর্তী নিবন্ধনানা দেশের নানা হ্রদ