কতোকাল এ আকাল আর

সত্যজিৎ দাশ কাঞ্চন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

কতোকাল এ আকাল আর

তিলে তিলে শুষে নেবে সবটুকু আদ্রতা

ত্রিশ লক্ষ বুক চোয়ানো রক্তে ভেজা

এ শীতল মাটির!

কতোকাল এ আকাল আর

অদৃশ্য চাবুকের নির্মম আঘাতে

বিক্ষত করে যাবে

শান্তির রক্তাক্ত পায়রাটির হৃদপিণ্ড

ঊষ্ণ রক্ত ফোটায় ভিজে যাবে

ফুলে ফুলে পল্লবিত কদমবৃক্ষের শেকড়

একমুঠো সোনালী সম্ভাবনার আশায়

বেদনার ঝুঁঝকাবেলায় দাঁড়িয়ে

আর কতোকাল ঊর্ধ্বমুখীন রবে

বত্রিশ কোটি গগনবিদারী হাত?

কতোকাল এ আকাল আর

দূঃখের বিদ্রুপ ছড়াবে বুকের শূন্য বেদীতে?

ধেয়ে যাবে তীব্র পরিহাসে

রক্তিম সূর্যের সকল সম্ভাবনা

অবসন্ন অবরোহনের দিকে!

কতোকাল এ আকাল আর

ফিরিয়ে দেবে না সচ্ছলতার নিঃশব্দ উন্মোচন !

একুশ একাত্তর আর আমার সন্তানের মাঝে

মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পরাজিত মৌলবাদ

কতোকাল আকাল ছড়াবে আর

নির্লজ্জ দুঃসাহসিকতার ধৃষ্টতায়!

পূর্ববর্তী নিবন্ধকবিতার জন্মকথা
পরবর্তী নিবন্ধস্বাধীন ফিলিস্তিন