কতটা চাইলে বলো

তানজিনা রাহী | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় ওই দূর সীমান্তে,

তুমি আছো নীরবে নিভৃতে শুধুই আমার একান্তে।

ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি সে তো তোমার জন্য,

আছি তোমার হয়ে তোমাতেই আমি ধন্য।

সাঁঝের বেলায় জোনাকির আলোয় আলোকিত অন্ধকার,

জানো না কতটা গভীরে আগলে আছো সেই তুমি আমার।

কোকিলের কুহু কুহু সুরে মন ভোলানো উচ্ছ্বাসের গান,

জড়িয়ে রাখো সবটুকু জুড়ে ভালোলাগার আবেশ ছড়িয়ে অম্লান।

আমার হাতে তোমার হাত চোখের ভাষায় তুমি,

কতটা চাইলে বলো তোমার হতে পারি এই আমি।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার দূষিত ও লবণাক্ত পানি বন্ধে দ্রুত পদক্ষেপ নিন
পরবর্তী নিবন্ধআমাদের শিক্ষা, রুচি ও মানসিকতা