কঠোর শৃঙ্খলার সাথে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে

মতবিনিময় সভায় মুনীর চৌধুরী

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী শিক্ষকদের নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষকদের কঠোর শৃঙ্খলার সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। মোবাইল আসক্তি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কিছু কিছু শিক্ষক ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করেনএটি একটি গুরুতর অপরাধ বলেও মুনীর চৌধুরী মন্তব্য করেন।
তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল শিক্ষকদের সাথে দুইটি পৃথক সভায় মতবিনিময় করছিলেন। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ওখানে দেখা গেছে শ্রেণীকক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। শিক্ষকরা তাদের সাধারণ কক্ষে গসিপ করতে ব্যস্ত। শিক্ষার্থীদের পাঠদান না করে শ্রেণীকক্ষে আবদ্ধ করে রেখেছেন। এ ধরনের শিক্ষকদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ মুনীর চৌধুরী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজসহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান সামগ্রি কেনার জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে বয়স্ক ও অসুস্থদের পাশে এম মনজুর আলম
পরবর্তী নিবন্ধমহল্লা সমিতির নতুন সভাপতি সাইফুদ্দিন