কঠোর লকডাউনেও সচল থাকবে আকাশপথ

| বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

ঢাকার বাইরে বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে খুলনা ও রাজশাহী বিভাগে। এ অবস্থায় রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ করে দিয়েছে সরকার। গত মঙ্গলবার ভোর ৬টা থেকে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় শুরু হয়েছে লকডাউন। চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। সব কিছু বন্ধ থাকলেও স্বস্তিতে আকাশপথ। আপাতত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটই সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

পূর্ববর্তী নিবন্ধমতাদর্শে অবিচল অনন্য সিরাজুল ইসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধপ্রশংসায় ভাসছে ‘শেরনি’