কঠোর বিধিনিষেধের বিকল্প ছিল না

বিজয় বসাক

| শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা যখন প্রকাশ পাচ্ছে, তখনও রাস্তায় বের হলে মনে হয় ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। বাজারের ভিড় কিংবা যানজটে আটকে থাকা অবস্থাতেও অনেকে মাস্ক পরার বিষয়টি গ্রাহ্য করেন না। অথচ সংক্রমণ বাড়ছে। মৃত্যুও বাড়ছে। করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় কঠোর বিধিনিষেধের বিকল্প ছিল না। কারণ জনসমাগম যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবেই এর প্রকোপ কমবে। আপাতত সরকার এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, করোনার প্রকোপ ঠেকাতে এ বিধিনিষেধ আরো কিছুদিনের জন্য বাড়ানো উচিত।

পূর্ববর্তী নিবন্ধচুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর
পরবর্তী নিবন্ধকঠোর লকডাউন ইতিবাচক প্রভাব ফেলবে