বিটিভির বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘ঢাকায় থাকি’ কিংবা ‘সময়-অসময়’-এর দর্শকপ্রিয় অভিনেত্রী ফাল্গুনী হামিদকে আজও দর্শক ভুলতে পারেননি। এই অভিনেত্রীর শুরুটা হয়েছিল মঞ্চ দিয়ে। অভিনয়ের বাইরে রাজনৈতিক ব্যক্তিত্ব, নাট্যকার, নির্মাতা, সংগঠক ও সাংবাদিক হিসেবেও তিনি সমাদৃত। নাট্যচক্রের সে সময়ের দর্শকপ্রিয় মঞ্চনাটক ‘ভদ্রলোক’, ‘চক সার্কেল’, ‘লেট রেড দেয়ার বি লাইট’ এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এক যুগেরও বেশি সময় পর সমপ্রতি তিনি অভিনয় করলেন সরকারি অনুদানের ‘ক্ষমা নেই’ ছবিতে। কেমন আছেন এখন তিনি? প্রশ্ন রাখতেই বিনয়ের সুরে ফাল্গুনী হামিদ বলেন, আপনাদের সবার দোয়ায় ভালই আছি। মাঝখানে কিছুদিন আমার নিজের ও পরিবারের স্বাস্থ্য নিয়ে বিপদে ছিলাম। করোনা আমাদের পুরো পরিবারকে ভুগিয়েছে। আমার রাত-দিন অভিনয়কে ঘিরেই ছিল। আপনার স্বামী ম. হামিদ, মেয়ে তনিমা হামিদ এবং জামাতা ডালিম। একই পরিবারে এতজন প্রিয়মুখ। বিষয়টি কতটা আনন্দিত করে আপনাকে? হেসে অভিনেত্রী বলেন, এসবের মূলেই রয়েছে দর্শকদের অফুরন্ত ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার যে নারী ভাস্কর্য রয়েছে সেটা নাকি আপনাকে কল্পনা করে তৈরি করা হয়েছিল? ফাল্গুনী হামিদ বলেন, বিষয়টা সত্যি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম। সবসময় পরিপাটি থাকতাম। এই ভাস্কর্যটি তৈরির সময় আমাকে সামনে বসিয়ে শিল্পী আদলটা তৈরি করেন।