কটাক্ষের জবাব দিলেন মীর

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

মানবতাই শ্রেষ্ঠ ধর্ম- একথা মনেপ্রাণে বিশ্বাস করেন ভারতের অভিনেতা, সঞ্চালক মীর আফসার আলি। সামপ্রদায়িক সমপ্রীতির কথা বরাবর ফুটে উঠে মীরের সোশ্যাল মিডিয়া পোস্টে। এর জেরে কম আক্রমণের মুখে পড়তে হয়নি, কিন্তু সেই নিয়ে মাথা ঘামান না মীর। কিন্তু দুর্গাপূজোর স্মৃতির কথা শেয়ার করে আক্রমণের মুখে পড়ে ‘হতাশ’ হলেন মীর। আক্ষেপের সুরে জানালেন, অশেষ ধন্যবাদ তাদের যারা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানের আকাশে ৩৮ চীনা যুদ্ধবিমান
পরবর্তী নিবন্ধগানের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল জেমসকে