কঙ্গোয় আকস্মিক বন্যা ও ভূমিধস, ১২০ মৃত্যু

| বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সরকারি নথিপত্রে এমনটি দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নগরীর অনেক এলাকার পুরোটাই কর্দমাক্ত পানিতে তলিয়ে যায়। বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে ঘরবাড়ি ও সড়ক ভেঙে গুঁড়িয়ে যায়। এসব সড়কের মধ্যে কিনশাসার সঙ্গে প্রধান সমুদ্র বন্দর মাতাদিকে সংযুক্তকারী এন১ মহাসড়কও আছে। খবর বিডিনিউজের।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, এন১ মহাসড়ক ৩ থেকে ৪ দিন বন্ধ থাকতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর জেনারেল ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন মৃতের সংখ্যা সংকলিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধকিয়েভে বিস্ফোরণের শব্দ
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ