কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের মামলা

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

গেল মাসে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৯৯ (মানহানি) এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করেন বলিউডের প্রবীণ গীতিকার জাভেদ আখতার। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুম্বাইয়ের আন্ধেরির মেট্রোপলিটন কোর্টে যার লিখিত বয়ান দিয়েছেন তিনি। অভিযোগে জাভেদ আখতার উল্লেখ করেন, অভিনেত্রী কঙ্গনা রানাউত টেলিভিশনে ক্রমাগত তার নামে অপমানসূচক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে প্রবীণ কবি ও গীতিকার জাভেদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক প্রভাবশালী মানুষের দিকে আঙুল তুলেছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গেও কঙ্গনা জাভেদ আখতারের নাম উল্লেখ করেছিলেন।
এমনকি কঙ্গনা অভিযোগ করেছিলেন, জাভেদ আখতার তাকে হুমকি দিয়েছিলেন যেন হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি মুখ না খোলেন। তবে জাভেদের দাবি কঙ্গনার এসকল অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা’। যার ফলেই কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে জাভেদ আখতার আইনের শরণাপন্ন হয়েছেন। জাভেদ আখতারের করা এই মামলার শুনানি হবে আগামি ১৯ ডিসেম্বর। এদিকে আদালতে জাভেদ আখতারের বয়ান গ্রহণের খবর প্রকাশ্যে আসতেই টুইট করেছেন কঙ্গনা।
টুইটে অভিনেত্রী লিখেছেন যে, ‘বুলিউডের (বলিউড নয়) সুইসাইড গ্যাং, মাদক মাফিয়া, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠিন জীবন আমি বেছে নিয়েছি। যা আমার জন্য সন্মানের। আমার এই লড়াইয়ে পুরো জাতিকে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধফিরলেন অপূর্ব
পরবর্তী নিবন্ধআসছে মিউজিক ভিডিও ‘ভালো থেকো প্রিয়’