যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রতিটি ভোট গণনা করতে কয়েক দিনও লেগে যেতে পারে। তবে সাধারণত যেদিন ভোট হয়, তার পরের দিন সকালেই জয়ী কে তা স্পষ্ট হয়ে যায়।
এ বছর আট কোটির বেশি আমেরিকান ভোটার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। সেই হিসেবে গতকাল মঙ্গলবার বুথে গিয়ে ভোট দিতে হয় মোট নিবন্ধিত ভোটারের অর্ধেককে। ফলে বুথে পড়া ভোটের হিসাবে জয় পরাজয় নির্ধারিত নাও হতে পারে। ডাকযোগে যারা ভোট দিয়েছেন, তাদের ব্যাটল পেপার পৌঁছাতে এবং গণনা শেষ হতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে।
২০১৬ সালে নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প রাত ৩টাতেই নিউ ইয়র্কের মঞ্চে সমর্থকদের সামনে বিজয়ীর ভাষণ দিতে উঠেছিলেন। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন পর নিশ্চিত হয় যে জো বাইডেন হোয়াইট হাউজে যাচ্ছেন।