মৌসুমী বায়ুর প্রভাবে নগরীতে কখনো মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। গতকাল দুপুরে আকস্মিক এই বৃষ্টিতে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির কারণে যানবাহনের সংখ্যা কমে যায়। তাই অনেক পথচারীকে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। এছাড়া মধ্যবিত্তদের চলাচলের অন্যতম রিকশা চালকরা বৃষ্টিকে পুুঁজি করে অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগও করেছেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের সংখ্যাও ছিল কম। গতকাল দুপুরে মেয়েকে জামাল খান এলাকার একটি কোচিং সেন্টারে দিতে গিয়ে বৃষ্টির বিড়ম্বনা পড়েন গৃহিণী বিউটি দাশ। তিনি দৈনিক আজাদীকে বলেন, সকালে রৌদ্রাজ্জল আবহাওয়া দেখে ছাতা ছাড়াই বের হয়ে পড়ি। কিন্তু বৃষ্টির কারণে এখন রাস্তায় আটকে আছি। সামান্য পথ অথচ রিক্সাওয়ালারা দ্বিগুণ ভাড়া চাচ্ছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্ভাবাস কর্মকর্তা মাজহারুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, আগামীকাল (আজ) সকালের দিকে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে ১১ টার পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আজ (গতকাল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।