কক্সবাজার সৈকত থেকে ৮ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কবিতা চত্বর পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে এ অভিযান চালানো হয় বলে জানায় র‌্যাব।

এসময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও ২টি দেশীয় টিপ ছুরি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মনির আহমদের ছেলে মঞ্জুর আলম মঞ্জু (৩০), বৈদ্যঘোনা এলাকার মো. বক্করের ছেলে মো. তাহের (৩৫), কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার উসমান গনির ছেলে রবিউল আলম (৩৫), সমিতি পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে রমজান আলী (৩৫), বাদশাঘোনা এলাকার কাশেমের ছেলে ওসমান (৩২), দক্ষিণ

ঘোনারপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে নবী হোসেন (২৭), টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. বদুর ছেলে মো. জোবায়ের (৩৫) ও মহেশখালীর ধলঘাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)। র‌্যাবের দাবি, আটক তাহের ও মঞ্জু দুটি ডাকাত দলের প্রধান। কক্সবাজারস্থ র‌্যাব১৫

এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সমুদ্রসৈকতের ঝাউবনের ভেতর কতিপয় অপরাধী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেএমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পর্যটকদের ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৪,৫০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার
পরবর্তী নিবন্ধ৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেল ১১ স্কুল শিক্ষার্থী