ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি কক্সবাজারে ভ্রমণে এসেছেন সোমবার। সেদিন একটি ফেসবুক পোস্টে বলেছেন, “সারপ্রাইজ” দিতে এসেছেন। নায়িকার এই স্ট্যাটাস চাউর হয় সামাজিক ও গণমাধ্যমে! এর পরদিন গতকাল মঙ্গলবার কক্সবাজার ভ্রমণ নিয়ে আরো বড় পরিসরে ভাইরাল হলেন পরী। দুই সন্তানকে নিয়ে তার সমুদ্র সৈকতে আনন্দে মেতে উঠার একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট দেন। পোস্টের বর্ণনায় লেখেন, ‘এই এক রুপকথার জীবন আমার। আমার ডানা দুটো, আমি তোমাদের নিয়ে পুরো পৃথিবী উড়ে বেড়াবো দেখো।‘
ওইদিন সকাল ১১টা নাগাদ পোস্ট করলে সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সমুদ্র চরে উপুড় হয়ে শুয়ে আছেন পরী। সামনে ধরে আছেন মেয়েকে আর ছেলে তার পিটের উপর বসে বালু দিয়ে খেলছে।
সবচেয়ে চমৎকার দেখিয়েছে, এভাবেই নায়িকা মনে সুখে গান গাচ্ছেন। নায়িকা পরী মণির এই ভিডিও নেটিজেনদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভিডিওটি ডাউনলোড করে নিজেদের ওয়ালে পোস্ট করে নানা মন্তব্য লিখেছেন নেটিজেনরা। সেখানে বেশিরভাগ তরুণ! অনেকে দুষ্টুমি করে পোস্টটি বন্ধ বা কাছের লোককে ট্যাগ দিয়েছেন। জানা গেছে, পরীমণি সোমবার কঙবাজারের মেরিনড্রাইভ সড়কের পেঁচারদ্বীপের একটি ইকো রিসোর্টে ওঠেন। দুই সন্তান ছাড়াও সাথে তার ম্যানেজার তুরান রয়েছে।