কক্সবাজার সৈকতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা আবদুল মোনাফ সিকদার মুখোশধারী দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ৫/৭ জন মুখোশপরা অস্ত্রধারী যুবলীগ নেতা মোনাফ সিকদারকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান জানান, মোনাফ সিকদারের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
স্থানীয়দের মতে, সরকারি দলের গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। এর আগে একটি হোটেলের দখল নিয়ে মোনাফ সিকদার গ্রুপের সাথে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার দ্বন্দ্ব তৈরি হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা ও সাংবাদিক সম্মেলনে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেন দুই নেতা। তবে এই ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা চিহ্নিত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি শুরু ১৪ নভেম্বর, পরীক্ষা তিন বিষয়ে
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ বজ্রসহ বৃষ্টির আভাস