কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রকাশ্যে নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগে মো. আবুল বশর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আবুল বশর কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। ভুক্তভোগী নারী তার স্ত্রী।
গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি জানান, গত ২৪ জুলাই সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ঝাউবাগান এলাকায় এক পুরুষ কর্তৃক এক নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি জেলা পুলিশের নজরে এলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মো. আবুল বশরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং তার কব্জা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, আবুল বশর তার স্বামী। যৌতুক দাবি করে স্ত্রীকে প্রতিনিয়ত যেখানে–সেখানে মারধর করতো আবুল বশর। এর অংশ হিসেবে ওই দিন সমুদ্র সৈকতে প্রকাশ্যে শত শত লোকজনের সামনে স্ত্রীকে নির্মমভাবে মারধর করেছিলেন।
এ ঘটনায় কঙবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. ইলিয়াছ খান। মামলার পর আসামি আবুল বশরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।