কক্সবাজার সৈকতে নেমে তলিয়ে গেল চবির ৩ শিক্ষার্থী, ১ জনের লাশ উদ্ধার

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। সকালে হিমছড়ি পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ রয়েছে চবির আরও ২ ছাত্র। তারা সবাই চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গতকাল সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যায় চবির ৪ ছাত্র। আজ সকালে ৩ জন বীচে গোসল করতে নেমেছিল ৩ বন্ধু। এর মধ্যে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে আর বাকি ২ জন এখনো নিখোঁজ। বীচে না নামায় বেঁচে অক্ষত আছে ১ ছাত্র।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু। তিনি আজাদীকে জানান, ৩ পর্যটক গোসলে নেমে নিখোঁজ হয়। সেখান থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত
পরবর্তী নিবন্ধগাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত