কক্সবাজার সৈকতে এবার ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সৈকতে এবার ভেসে এলো ইরাবতী ডলফিন ও কাছিমের মৃতদেহ। গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি সৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে। আর সকালে শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে রেজু নদী মোহনায় ও পেঁচারদ্বীপে দুটো মা কাছিমের মৃতদেহ ভেসে আসে, যারমধ্যে একটির পেটে ১০২টি ডিম পাওয়া গেছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি সৈকতে আরও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে। যেটি লম্বায় ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজনে প্রায় ১শ কেজি। আগেরদিন শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ভেসে আসে একটি বাচ্চা পরপইস। এরআগে গত বুধবার বিকালে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি বাচ্চা পরপইস ভেসে আসে। খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মৃত প্রাণীটি সংগ্রহ করে ময়না তদন্ত করেন এবং তাদের স্পেসিমেন মিউজিয়াম এ সংরক্ষণ করেন। পরপইস ও ডলফিন স্তন্যপায়ী প্রাণী। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) সর্বশেষ জরীপ মতে, বঙ্গোপসাগরে মোট ১৩ জাতের সিটাসিয়ান বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এরমধ্যে মাত্র এক প্রজাতির পরপইস, ৮ প্রজাতির ডলফিন ও ৪ প্রজাতির তিমি রয়েছে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি ইরাবতী ডলফিন দেখা যায় বাংলাদেশে।

পূর্ববর্তী নিবন্ধমুদ্রা বিনিময়ে নতুন পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধআমরা দ্রব্যমূল্যের স্থিতিশীলতা চাই