কক্সবাজার সিটি কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের শিরোপা জিতেছে কক্সবাজার সিটি কলেজ। গতকাল চট্টগ্রাম সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কক্সবাজার সিটি কলেজ ৪০ গোলে নোয়াখলী জেলার কবিরহাট সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় কেলাইন রাখাইন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন কক্সবাজার সিটি কলেজের খেলোয়াড় ইমরুল কায়েস বাপ্পি। তিনি করেন ৬ টি গোল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই দুই কলেজ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। চসিক ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, নাসির মিয়া, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট সদস্য সচিব হারুন অর রশিদ, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, সাইফুল আলম খান, আলী হাসান রাজু, জাফর ইকবাল, চট্টগ্রাম সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক ও ম্যাচ কমিশনার এস এম গিয়াস উদ্দিন বাবর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের ট্রফি কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধবিসিবির সভায় সভাপতিকেই দেওয়া হলো অধিনায়ক নির্বাচনের দায়িত্ব