কক্সবাজার সাগরের জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

| সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ৯:২১ অপরাহ্ণ

কক্সবাজারে সাগরে জেট স্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী-সেইফ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত জানান।

মৃত মোহাম্মদ আল মামুন হাওলাদার (৪৬) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন।

সিফাত বলেন, “কক্সবাজার ভ্রমণে আসা ওই পর্যটক জেট স্কিতে চড়ে সাগরে আনন্দ উপভোগ করতে নামেন। এক পর্যায়ে তিনি জেট স্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় চালক অনেক চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হন।

“পরে লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধারে নামেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।”

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ঘটনার পরপরই জেট স্কির চালক পালিয়ে গেছে। আর পর্যটকের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট গুলজার হোটেলে খুন হওয়া নারীর পরিচয় মিলেছে
পরবর্তী নিবন্ধফটিকছড়ির সাবেক এমপি সনির বিরুদ্ধে মামলা