কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে আরও ২৬০ দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে আরও ২৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল-দুপুর পর্যন্ত শহরের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট সৈকত পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এর আগে গত ১০ অক্টোবর একই স্থান থেকে আরও ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ। তিনি জানান, অভিযানে ছোট-বড় মোট ২৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার জানান, গত ১০ অক্টোবর সৈকতের ৪১৭টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপীলেট ডিভিশন ২৩৩টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন। তাই সেই সময় অতিবাহিত হওয়ার পর সোমবার ২৩৩টি দোকানসহ মোট ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, এ উচ্ছেদ সংক্রান্ত আদেশ নিয়ে গত ১৯ অক্টোবর দেশের উচ্চ আদালত কক্সবাজারের জেলা প্রশাসককে কঠোরভাবে ভর্ৎসনা করেন। এ সময় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল কাদের মিয়া উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এডুকেশান সোসাইটির শিক্ষাবৃত্তি অনুষ্ঠান