কক্সবাজার শহরের ঘোনার পাড়ার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাগরিকা দাশ নদী (১১) নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর থানার একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত স্কুলছাত্রী ঘোনার পাড়ার বিবেকানন্দ স্কুলের পিছনের গলির মৃত ঝন্টু দাশের মেয়ে। এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীরুল গীয়াস বলেন, “ঘরের চালের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সাগরিকা দাশ নদী নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় মিন্টু দাশ নামের এক যুবককে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর মা কৃষ্ণা দাশ জানান, তিনি হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো সকালে হাসপাতালে চলে যান। তার একমাত্র ছেলেও তখন বাইরে ছিল। ঘরে ছিল মেয়ে একাই। দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।