এক আদেশে বৃহত্তর চট্টগ্রামের তিন জেলার (কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের) সিভিল সার্জনকে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল–২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর কর্তৃক ১৮ জুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানকে বান্দরবানের সিভিল সার্জন, রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসাকে কক্সবাজারের সিভিল সার্জন এবং বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীকে রাঙামাটির সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের ৫ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৬ষ্ঠ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।