কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দুটি পাজেরো

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে যাওয়ার পথে লোহাগাড়ায় সরকারি গাড়িবহরের দুটি পাজেরো জিপ দুর্ঘটনায় পড়েছে। গতকাল রাত ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের উপজেলার লোহারদীঘি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান জানান, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনটি পাজেরো জিপের একটি বহর প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের ডিউটির জন্য কক্সবাজার যাচ্ছিল। পথে লোহারদীঘির পাড় এলাকায় বহরের সামনে একটি মোটরসাইকেল চলে এলে প্রথম গাড়িটি ব্রেক করে। এসময় পেছনের গাড়িটি সামনেরটিকে ধাক্কা দেয়।

এতে দুটি গাড়িই সামনে ও পেছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে লড়বেন উমামা-সাদী
পরবর্তী নিবন্ধচকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শো-রুম উদ্বোধন