কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে চলাচলকালে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত হিমছড়ি পুলিশ চেকপোস্টে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট না থাকায় এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেরিনড্রাইভ সড়কে সম্প্রতি অবৈধ মোটরসাইকেল চলাচল বেড়ে গেছে। যেখানে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং মাথায় হেলমেট ব্যবহার করে না। এর প্রেক্ষিতে জেলা ট্রাফিক পুলিশর ও ফাঁড়ি পুলিশ যৌথভাবে হিমছড়ি পুলিশ চেকপোস্টে বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে চলাচলকারী মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সার্জেন্ট পঙ্কজ চন্দ্র বর্মণ।
জব্দ করা মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।