মহেশখালী-কক্সবাজার নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনায় গুরুতর আহত এক নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহেশখালীর কক্সবাজার নৌপথের হামিদিয়ার খাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্পিড বোটে স্থানীয় যাত্রীদের পাশাপাশি কয়েকজন পর্যটকও ছিলেন। যাত্রাপথে স্পিড বোটটির ইঞ্জিনের প্রপেলারে একটি বস্তু আটকে গেলে চালক বোটটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করেন। পরে প্রপেলারে আটকে থাকা বস্তু সরানোর জন্য ইঞ্জিনটি পেছনের দিকে তুলে ধরেন।
এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্পিড বোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ফলে স্থির থাকা স্পিড বোটটি উল্টে যায় এবং এক নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্যান্য স্পিড বোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বোটে থাকা অন্য যাত্রীদের স্বজন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তথ্যমতে জানা যায়, দুর্ঘটনাকবলিত স্পিড বোটটির মালিক খুরুস্কুলের মো. ইসহাক তার পুত্র হায়দার বোটটি চালাচ্ছিলেন।
স্থির দাঁড়িয়ে থাকা একটি বোট কে সজোরে ধাক্কা দিয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা সংগঠিত করার বিষয়টি তদন্তের দাবি জানান দুর্ঘটনা কবলিতদের স্বজনরা।












