কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর ইউনিয়নের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সোহরাব হোসেন ওরফে বাপ্পী (১৮)। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার মুফিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহরুক খান (২২), আকিল (১৭) ও নিহত বাপ্পী মোটরসাইকেলযোগে বেড়াতে গিয়ে ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-০৬৩০) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাপ্পী গুরুতর আহত হন। অন্য দুইজন সামান্য আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় বাপ্পীকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মেহেদী হাসান দৈনিক আজাদীকে বলেন
“সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করে।”
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












