কক্সবাজার বিমানবন্দর শাহ আবদুল মালেকের নামে নামকরণের দাবি

শাহ মালেকীয়া যুব কমিটির মানববন্ধন

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

শাহ্‌ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কক্সবাজার বিমানবন্দর শাহ্‌ আবদুল মালেক আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে মাকছুদুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এস এম সানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন জাহেদুল করিম বাপ্পী। প্রধান বক্তা ছিলেন কায়ছার উদ্দীন আল-মালেকী।
বক্তারা বলেন, কক্সবাজার বিমানবন্দর শাহ্‌ আবদুল মালেক আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ সময়ের যৌক্তিক দাবি। কারণ ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরের নাম শাহ্‌ জালাল এবং শাহ্‌ আমানত দুইজন প্রখ্যাত অলির নামে নামকরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হযরত মালেক শাহ্‌ এর নামে নামকরণ করা হোক। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে অতিশীঘ্রই কুতুবদিয়ার মালেক শাহ্‌য়ের নামে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নাম ঘোষণা করবেন বলে এতে আশা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোরহান মালেকী, জিয়াউল হক, আবছার, ওয়াহেদ, জানে আলম জনি, আতিক, জাহেদ, নাছির, সোহেল, রিয়াদ, জয়নাল, কাশেম শেখ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতপতী সেন গুপ্তার নাগরিক শোকসভা আজ
পরবর্তী নিবন্ধহালদায় গভীর রাতে প্রশাসনের অভিযান, ঘেরা জাল জব্দ