কক্সবাজার বিমানবন্দরে ৪ আনসার সদস্য প্রত্যাহার

বিমানের সাথে গরুর ধাক্কা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৯:১৪ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরে একটি বিমান উড্ডয়নের সময় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে ৪ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার গোলাম মুতুর্জা জানান, যে গরু ২টির মৃত্যু হয়েছে তাদের মালিককে আজ বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্তও শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি জানান, কীভাবে গরু ২টি বিমানবন্দরে প্রবেশ করলো তা তদন্ত করতে ৪ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। একই সঙ্গে দায়িত্বে থাকা ৪ আনসার সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন আরোহী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় রানওয়ের ১৭নং ডেল্টা পোস্ট এলাকায় গরু দু’টির সাথে বিমানটির ডান পাখার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গরু দু’টির মৃত্যু হয়।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি সফলভাবে উড্ডয়ন করে এবং এরপর নভোএয়ার ও ইউএস বাংলার আরও দু’টি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করে।

পূর্ববর্তী নিবন্ধকোরীয় ভাষায় কোরআনের প্রথম অনুবাদক ড. হামিদ চৈ
পরবর্তী নিবন্ধচাকার সমস্যায় বিমান নামতে পারছে না চট্টগ্রামে