কক্সবাজার শহরের বাঁকখালী নদী মোহনার নাজিরারটেক এলাকায় বিমান বন্দর সম্প্রসারণ কাজের বালি তুলতে গিয়ে বিপুল পরিমাণ গুলি পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে পুলিশ সেখান থেকে দুই হাজার ১৯০টি গুলি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারের জন্য বিমানবন্দরের পাশে মজুদ করেছিল ব্রিটিশ বাহিনী।
দ্বিতীয় যুদ্ধকালে জঙ্গি বিমান ওঠানামার জন্য গড়ে তোলা কক্সবাজার বিমানবন্দরকে পাকিস্তান আমলে অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে বিমান বন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ের সম্প্রসারণ ও উন্নয়নের কাজ চলছে। আর উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিকদেরই প্রথম নজরে আসে গুলির বিষয়টি। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে রোববার গভীর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে ২১৯০টি গুলি উদ্ধার করে।
কঙবাজার বিমানবন্দর রানওয়ের সম্প্রসারণ কাজে একটি চায়না কোম্পানি ঠিকাদারি পেয়েছে। ওই কোম্পানির নিয়োজিত উপ-ঠিকাদারের শ্রমিকরা নাজিরারটেক এলাকায় বালি ভরাটের কাজ করছে। উদ্ধার করা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানান কঙবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস। ওসি
বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঙবাজার বিমানবন্দর জঙ্গি বিমানের ঘাঁটি ছিল। সে সময়ে হয়তো গুলিগুলো মজুদ করে রাখা হয়েছিল। কঙবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কঙবাজারের বিভিন্ন এলাকা থেকে এর আগেও এই ধরনের গোলাবারুদ উদ্ধারের আরো বহু ঘটনা রয়েছে। রোববার রাতে কঙবাজার বিমান বন্দর থেকে উদ্ধার হওয়া গুলিগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।