কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামার সময় বাড়ল ৩ ঘণ্টা

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

অবশেষে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হলো। এতে এই বিমানবন্দরে প্রতিদিন যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যাও বাড়বে। গতকাল রোববার বিকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা জানিয়েছেন, এতোদিন এই বিমানবন্দরে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে সময়সূচি বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এতোদিন আন্তর্জাতিক এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১৬১৭টি ফ্লাইট উঠানামা করেছে। সময় বাড়ানো হওয়ায় সেই সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমনই যাত্রীরাও উপকৃত হবেন।

পূর্ববর্তী নিবন্ধঅঞ্জন কুমার দাশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৬ গরু উদ্ধার, চার চোর গ্রেফতার