তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনে ১ম রাউন্ডের খেলায় জয় পেয়েছে কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি ও লক্ষীপুর। গতকাল রোববার সকালে অনুষ্ঠিত ৪র্থ দিনের ১ম ম্যাচে সরকারি সিটি কলেজ, কক্সবাজার ১–০ গোলে গঙ্গামণ্ডল মডেল কলেজ, কুমিল্লাকে পরাজিত করে। দিনের ২য় ম্যাচে জয়নাল হাজারী কলেজ, ফেনী ২–১ গোলে সোনাইমুড়ী কলেজ, নোয়াখালীকে পরাজিত করে। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে সিজক কলেজ, রাঙামাটি মাঠে না আসায় ওয়াকওভার লাভ করে পানছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি। দিনের ৪র্থ ও শেষ ম্যাচে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, লক্ষীপুর ১–০ গোলে শরিফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুরকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।
আজ ২২ ডিসেম্বর সোমবার সকাল ৯টা ও ১১টায় ২টি কোয়ার্টার ফাইনাল ও দুপুর ১.৩০টায় ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০টায় ২য় সেমিফাইনাল এবং ২৪ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।












