কক্সবাজার পৌর মেয়রকে দুদকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আজাদী অনলাইন | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৭:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে অর্থ আত্মাসাতের অভিযোগে পৌর মেয়র মজিবুর রহমানকে পৌনে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ রবিবার দুপুর ১টা থেকে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির উপ-পরিচালক মো. আলী আকবর তাকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে বিকাল ৪ টা ৪৪ মিনিটে দুদক কার্যালয় থেকে বেরিয়ে যান মেয়র মজিবুর রহমান।

কক্সবাজার পৌরবাসীর জন্য নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মেয়র মজিবুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

দুদকের অপসারিত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন কক্সবাজারের ভূমি অধিগ্রহণের অনিয়মের বিষয়ে যে দীর্ঘ অনুসন্ধান করেছেন সেখানে শতাধিক অভিযুক্তের মধ্যে নাম এসেছিলো কক্সবাজারের পৌরমেয়র মজিবুর রহমানের।

পূর্ববর্তী নিবন্ধমানুষের আয় বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার পরও টাকা সঞ্চয় করছে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু