কক্সবাজার পৌরসভার সাবেক মেয়রের তিন বছরের কারাদণ্ড

উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া ৫৭ লাখ টাকা আত্মসাতের পৃথক তিন মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

পৌরসভার উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া ৫৭ লাখ ৯৩ হাজার ২০০ টাকা আত্মসাতের পৃথক তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে সমপরিমাণ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ তিন মামলার রায় ঘোষণা করেন। এ সময় নুরুল আবছার কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন দুদক পিপি মো. রেজাউল করিম রনি, মোকাররম হোসেন ও মুহম্মদ কবির হোসাইন। আদালতসূত্র জানায়তিন মামলার একটির এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তার সময়ে তথা ১৯৮৪ সালে কঙবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেন। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে বসেন তৎকালীন কঙবাজার পৌরসভার মেয়র নুরুল আবছার। আরেক মামলার এজাহারে বলা হয়, কঙবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া ৩৩ লাখ ৬৬ হাজার টাকা ৯০টি চেকের মাধ্যমে আত্মসাৎ করেছেন নুরুল আবছার। অপর মামলার এজাহারে বলা হয়, পৌরসভার উন্নয়নের জন্য দেওয়া হলেও সেটি না করে নুরুল আবছার ১৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন।

দুদকসূত্র জানায়, সরকারি বরাদ্দের এসব টাকা আত্মসাতের ঘটনায় ১৯৯১ সালের ২৯ জানুয়ারি কঙবাজার জেলার দুর্নীতি দমন কর্মকর্তা নুর হোসেন বাদী হয়ে কঙবাজার থানায় উক্ত পৃথক তিনটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিট প্রদান করলে ১৯৯৭ সালের ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আবদুল মজিদ তিনটি মামলাতেই চার্জগঠন করে নুরুল আবছারের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। আদালতসূত্র জানায়, বিচারের সময় তিন মামলায় যথাক্রমে ৬ জন, ৯ জন ও ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী পাকিস্তান
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ১৯ বছর আগে রুবেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড