মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশী নাগরিক সনদপত্র দেওয়ার অভিযোগে কক্সবাজার পৌরসভার দুইজন সাবেক ও একজন বতর্মান কাউন্সিলরসহ চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার (২৮ মার্চ) সকালে শহরের নিজ নিজ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর একটি দল।
পরে দুপুরে কক্সবাজারের বিশেষ জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ মো. কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং কক্সবাজার পৌরসভার কর্মচারী দিদারুল ইসলাম মুবিন।
দুদক-এর সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে নাগরিক সনদসহ বিভিন্ন নথিপত্র প্রদানের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগ রয়েছে। এ নিয়ে দুদকের একটি অনুসন্ধানী দল দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে।