কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের মিলনমেলা

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কক্সবাজার জেলা স্টিল এন্ড সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের ২ দিনব্যাপী বার্ষিক মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলার তিন শতাধিক রড ও সিমেন্ট ব্যবসায়ী এবং উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন। গত শুক্রবার ইনানি রয়েল রিসোর্স চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার৩ আসনের সংসদ সদস্য মো. সাইমুম সরওয়ার কমল এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের সভাপতি লায়ন মো. হাকিম আলী। সংগঠনের সভাপতি মো. সাইফুল আলম সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ কায়সার শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন ইস্পাতের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সুফল নির্মাণ সামগ্রী বিশেষ করে রড ও সিমেন্ট উৎপাদক ও ব্যবসায়ীরাও পাচ্ছেন। সবার চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ার সবার ব্যবসার প্রবৃদ্ধিও অনেক বেড়ে গেছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোল্ডেন ইস্পাত এন্ড এইচ এম স্টিলের পরিচালক শামসুল আলম, সেভেন রিং সিমেন্ট লিমিটেডের জিএম ইফতেখার আলম সিদ্দিকী, রয়েল সিমেন্ট লিমিটেডের এজিএম আনোয়ার কামাল, জিপিএইচ ইস্পাতের সিনিয়র ম্যানেজার মফিজুল ইসলাম বাচ্চু, রাজা পালং, উখিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, রত্না পালং, উখিয়ার চেয়ারন্যান নুরুল হুদাসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন
পরবর্তী নিবন্ধকবিরাজদের ঝাড়ফুঁকে নয় সঠিক চিকিৎসায় সুস্থ হয় মৃগী রোগী