কক্সবাজার জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

জমি অধিগ্রহণ সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না মানায় কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের করা এক আবেদনের পরিপ্রষতে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিসিকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আঞ্জুমান আরা লীমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। খবর বাংলানিউজের।
পরে আইনজীবী আঞ্জুম আরা লীমা সাংবাদিকদের বলেন, ২০১৯ সালে কক্সবাজারের বিমানবন্দরের জন্য সরকার জমি অধিগ্রহণ করা হয়। সেখানে স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের ১৫ শতক জমিও অধিগ্রহণ করা হয়। তার জমির মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। কিন্তু দীর্ঘদিনেও সেই ক্ষতিপূরণের টাকা বুঝে না পাওয়ায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেন। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। রুলের শুনানিকালে কঙবাজারের জেলা প্রশাসকের কাছে সেই আবেদনটির বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। লিখিত ব্যাখ্যার জন্য রাষ্ট্রপক্ষ থেকে কয়েকবার যোগাযোগ করা হলেও জেলা প্রশাসকের কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি আমরা আদালতের নজরে নিয়ে আসি। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে জেলা প্রশাসককে তলব করে হাজির হতে নির্দেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধচবি ক্যান্টিনে কিশোরকে নিপীড়নের অভিযোগে গণপিটুনি
পরবর্তী নিবন্ধমাইলেজ জটিলতা নিরসন দাবিতে সিআরবিতে বিক্ষোভ