কক্সবাজার জেলা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

আজ রোববার থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। গতকাল শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।

তিনি জানান, বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সাথে অসদাচরণ ও নাজেহাল করার প্রতিবাদে আইনজীবীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের আলোকে রোববার থেকে সমিতির কোন আইনজীবী জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না।
তিনি দাবি করেন, এর আগে আইনজীবী সমিতির নেতারা বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সাথে কথা বলেছেন। এসময় তিনি ঘটনার পুনরাবৃত্তি করায় আইনজীবীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আইনজীবীদের এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের কৃতজ্ঞতায় পলোগ্রাউন্ডে একাকার হবে সারা চট্টলা
পরবর্তী নিবন্ধসময় থাকতেই মানে মানে কেটে পড়ুন