কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন আগামী ১২ অক্টোবর। এছাড়া এখনও পর্যন্ত সম্পন্ন না হওয়া জেলার সাত উপজেলার সম্মেলনও সেপ্টেম্বরে শেষ হবে। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের কক্সবাজারের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৃহস্পতিবার সম্মেলনের তারিখ পুন:নির্ধারণ করে দেন। এরআগে গত ৯ মার্চ কক্সবাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে গত মে মাসের মধ্যে জেলার ১০ উপজেলা, চার পৌরসভা ও জুনে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তবে ঘোষণা অনুযায়ী গত ২৪ মার্চ কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও বাকি ইউনিটগুলোর সম্মেলন নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তবে নির্ধারিত সময়ের পর গত ২৭ জুলাই চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার, আগের দিন ২৬ জুলাই পেকুয়া উপজেলার, ২৫ জুলাই মহেশখালী পৌরসভার এবং গত ২৪ জুলাই টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়।
আওয়ামী লীগ নেতারা জানান, কক্সবাজারের বেশির ভাগ উপজেলায় তিন বছরের কমিটি দায়িত্ব পালন করছে ৮ থেকে ১২ বছর ধরে। এরফলে দলীয় কার্যক্রমেও স্থবিরতার সৃষ্টি হয়েছিল। কিন্তু সম্মেলনকে কেন্দ্র জেলাব্যাপী নতুন করে চাঙ্গা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।