কক্সবাজার কারাগারে আত্মহত্যার ঘটনায় দুটি তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজার কারাগারে কয়েদীর আত্মহত্যার ঘটনায় ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনার পর জেলা কারাগারের পক্ষ থেকে এ দুটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার নেছার আলম। তিনি বলেন, একটি কমিটিতে জেলা কারাগারের চিকিৎসক ডা. শামীম রাসেলকে প্রধান ও ডা. শামীম রেজাকে সদস্য করা হয়েছে। অপর কমিটিতে ডেপুটি জেলার সাইফুল ইসলামকে প্রধান এবং ইন্সপেক্টর মামুনুর রশীদ ও একাউন্টেন্ট খন্দকার আজাদুর রহমানকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে আজ বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, ‘আত্মহননকারী’ কয়েদী মো. মোস্তফা কঙবাজার সদরের রহিমউদ্দিনের ছেলে। মারামারির মামলায় আসামি হিসাবে কারাবন্দী ছিলেন তিনি। রোববার আদালতে তার একদিনের রিমান্ড মঞ্জুর হয়। সোমবার সন্ধ্যায় আত্মহননের পর তাকে হাসপাতালে নেয়া হলে কারা কর্তৃপক্ষ প্রথমে ‘স্ট্রোক’ বলে দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধসোয়া ৩ বছর পর জন্মনিবন্ধন সনদ প্রদান শুরু
পরবর্তী নিবন্ধআগুনে পুড়ল ২ বসতঘর ও ১টি বস্তার গুদাম