সম্প্রতি কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে প্রজ্ঞাপন জারি হয়েছে। যা দক্ষিণ–পূর্বাঞ্চলের জন্য গর্বের প্রতীক। এ বিমানবন্দর শুধু পর্যটনের নয়, বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। কিন্তু একটি বিষয় আজ জনমনে আলোচ্য এই বিমানবন্দরের নামকরণ নিয়ে। কক্সবাজারের আধ্যাত্মিক, সামাজিক ও মানবিক উন্নয়নে যাঁর অবদান অনস্বীকার্য, তিনি হলেন হযরত আব্দুল মালেক শাহ্ কুতুবি (রহ.)। তিনি কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার, শিক্ষা বিস্তার ও মানবসেবায় যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। জনগণের ধর্মীয়, নৈতিক ও সামাজিক জীবনে তাঁর প্রভাব আজও গভীরভাবে বিদ্যমান। এটি শুধু একজন ধর্মপ্রাণ ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর বিষয় নয় বরং কক্সবাজারের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক ইতিহাসের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি। অতএব, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ‘হযরত আব্দুল মালেক শাহ্ কুতুবি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে নামকরণের দাবি জানাচ্ছি।
হাসনাইন মাহমুদ, অ্যাডভোকেট, চট্টগ্রাম জজ কোর্ট ।