কক্সবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেরে ঝাউবাগানে বসে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব১৫ এর সদস্যরা। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে এই ছয় ছিনতাইকারীকে আটক করেন। তাদের কাছ থেকে ছয়টি ছুরি উদ্ধার করা হয়েছে। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, ঝিলংজা নতুন জেল গেট এলাকার মৃত আব্দুল সেলিম প্রকাশ আব্দুস সালামের ছেলে মো. আইয়ুব (৩৪), কঙবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশাঘোনার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হৃদয় নিশান প্রকাশ মানিক (২০), ঝিলংজা নতুন জেল গেট এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে মো. তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উপজেলার কাউয়াখোপের লট উখিয়ারঘোনার এলাকার মমতাজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৮), কঙবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মৃত মো. আলী জোহরের ছেলে মাহমুদ ইমাম শরীফ (১৮), এবং ঝিলংজা ইউনিয়নের পানেরছড়া চাইল্যাতলী এলাকার নূরুল হকের ছেলে শফিউল করিম (২৮)

র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান, সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকত লাগোয়া ঝাউবাগানে বসে একদল ছিনতাইকারী ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন খবর পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই স্থানে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ছয়জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের তাদের দেহ তল্লাশি করে ছয়টি ছুরি উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ছয়জনই পেশাদার ছিনতাইকারী। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়ার জন্য তাদেরকে কঙবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইকবাল হায়দার কেবল শিল্পী নন, লেখকও
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে স্ট্রেস ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত