কক্সবাজার শহরের বাহারছড়াস্থ সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ‘ডাকাত’ দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বন্দুক, দা-কিরিচসহ একটি সিএনজি জব্দ করা হয়। সদর থানার উপ-পুলিশ পরিদশক (এসআই) মো. দস্তগীর হোসাইন জানান, গত শনিবার ভোরে গোপন সূত্রে খবর আসে আন্তঃডাকাত দলের কয়েকজন সদস্য শহরে ঢুকেছে। এরপর কবিতা চত্বর এলাকায় সন্দেহজনক সিএনজিকে ধাওয়া করে ডাকাতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মহেশখালী উপজেলার ফকির আহমদের ছেলে মনিরুল আলম (২২), সদরের ঈদগাঁও বাজার এলাকার অভিরাম ধরের ছেলে রুপন ধর (২৫), মহেশখালী মুছের ডেইল এলাকার নুরুল কবিরের ছেলে মো. রাসেল (২১), টেকনাফ হ্নীলার আব্দুল কাদেরের ছেলে ইলিয়াছ (২০), সদরের ঝিলংজা এলাকার নুরুল আলমের ছেলে মো. সোহেল (২০)। অন্যজনের পরিচয় জানা যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।












