কক্সবাজারে ৫৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ১০

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী সেই ৫২ অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদকালে পুলিশের উপর হামলার ঘটনায় ৫৩ জনকে এজাহারনামীয় ও ৭ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করে রোববার কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় সেই ৫২ অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ, রাবার বুলেট ও ফাঁকাগুলি বর্ষণ করে পুলিশ। প্রায় আধঘন্টাব্যাপি সংঘর্ষের পর পুলিশের শক্ত অবস্থানের মুখে পিছু হটে অবৈধ দখলদাররা। সংঘর্ষে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস ও দুইজন সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপি-আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বখতিয়ার উদ্দিন, আজিজুল হক, মো. ইসমাইল, জয়নাল আবেদীন, মো. কাসেম, জয়নাল আবেদীন কাজল, সরওয়ার আলী, মংচিং চাক ও আমিনুল ইসলাম মুকুল।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) জানায়, কক্সবাজার পৌরসভার ট্রেড লাইসেন্সধারী ব্যক্তিরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিভিন্ন অবৈধ স্থাপনা করে ব্যবসা করছিল। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালের ১০ এপ্রিল তাদের উচ্ছেদের নোটিশ দেয়। পরে জসিম উদ্দিনসহ ৫২ জন অবৈধ দখলদার উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। একই বছরের ১৬ এপ্রিল হাইকোর্ট একটি রুল জারি করে উচ্ছেদ কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষ আপীল বিভাগে আবেদন করলে গত ১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের রুল ও স্থগিতাদেশ খারিজ করে রায় দেন। আর এ রায়ের পরই জেলা প্রশাসন ও কউক এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।
উল্লেখ্য, এরআগে গত ১৫ অক্টোবর দুপুর ১২টার দিকেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল প্রশাসন। পরে দখলদারদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে এবং মালামাল সরানোর জন্য স্থাপনা মালিকদের শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। কিন্তু এরপরও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা না সরিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি ও লোহাগাড়ার ৫ ইউনিয়নে ভোট কাল
পরবর্তী নিবন্ধ২৬ মার্চ ঢাকা সফরে আসতে পারেন মোদি